মা যে আমার

প্রকাশ | ১১ মে ২০১৯, ০০:০০

আবু সাইদ
মা যে আমার মায়ার সাগর শান্ত নদীর কূল, তপ্ত রোদে ঝর্ণা ধারা বহে সে কুলকুল। মা যে আমার মিষ্টিমুখী কণ্ঠে মধুর তান, তারই কোলে শুয়ে শুনি ঘুমপাড়ানি গান। মা যে আমার গহন রাতে পূর্ণিমার ওই চাঁদ, জোছনা ঢেলে পূরণ করে আমার সকল সাধ। মা যে আমার জাদুর কাঠি দেখলে তারই মুখ, এক নিমিষে সব ভুলে যাই আকাশ সমান দুখ।