মায়ের ছড়া

প্রকাশ | ১১ মে ২০১৯, ০০:০০

সজীব আহমেদ
মাগো আমার মা তোমায় ছেড়ে এই শহরে ভালো লাগে না। ইচ্ছে করে তোমার কোলে সারাজীবন থাকি তোমায় নিয়ে মনের ভেতর স্বপ্ন শুধুই আঁকি। হয়তো আমি অনেক সময় ব্যস্ত থাকি কাজে তোমায় ভেবে মনটা তবু ওড়ে মেঘের ভাঁজে। লক্ষ্য তারা আলো ছড়ায় চন্দ্র ওঠে হেসে ফুলের বনে গোলাপ ফোটে তোমায় ভালোবেসে। পৃথিবীতে তুমিই আমার সবচেয়ে বেশি প্রিয় ভালোবাসার ফুলদানিতে শুভেচ্ছাটা নিও।