হলদে ডুরে ব্যাঙ

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

হাট্টিমাটিমটিম ডেস্ক
দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, গায়ানা, ব্রাজিল এবং পূবর্ কলম্বিয়ার কিছু এলাকায় এই ব্যাঙ দেখা যায়। হলুদের মাঝে কালো ডুরে চেহারার এই ব্যাঙগুলো বৃষ্টিবহুল এলাকায় বেশি দেখা যায়। ব্যাঙ সাধারণত পুরো শীতকালটা ঘুমিয়ে কাটিয়ে দেয়। এই ঘুমকে শীতনিদ্রা বা হাইবারনেশন বলে। কিন্তু হলুদ ডুরে ব্যাঙের বেলায় ঘটনাটা পুরোই উল্টো। ণবষষড়ি নধহফবফ ঢ়ড়রংড়হ ফধৎঃ ভৎড়ম-ই একমাত্র ব্যাঙ, যারা গ্রীষ্মকালে হাইবারনেশনে যায়। তাই তাদের হাইবারনেশনকে শীতনিদ্রা না বলে গ্রীষ্মনিদ্রা বলা যায় অনায়াসেই।