বিষ্টি এলো

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

আবেদীন জনী
বিষ্টি এলো প্রাণ জুড়ালো শীতল হলো গঁা সবুজ বনে সতেজ মনে ডাকছে পাখির ছা। ক্লান্তি শেষে শান্তি এলো জলের পরশ পেয়ে ফুল পাতারা উঠল হেসে বিষ্টি-জলে নেয়ে। নদ-নদী বিল খাল ভরেছে এবং হাওর-ডোবা টলটলা জল ছলছলা ঢেউ, কী অপরূপ শোভা! টেংরা পুঁটি খলসে জুটি পাবদা মাছের পোনা পুচ্ছ নেড়ে এদিক ওদিক করছে আনাগোনা। বিষ্টি ধোয়া টাটকা তাজা ফড়িংখোকার ডানা মাঠের বুকে মনের সুখে নাচছে তাধিন তানা। খেলছে খোকা কাদা জলে, মাখছে কাদা গায় মা ডেকে কয়, দুষ্টু খোকা, আয়রে বাড়ি আয়।