খুকুর পায়ে নূপুর বাজে

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

জিল্লুর রহমান পাটোয়ারী
খুকুর পায়ে নূপুর বাজে, সকাল দুপুর সাজে- কপালে টিপ হাতের বালা, খুকুর হাতে বাজে। কানে ঝুমকো নাকের নোলক, গায়ে খুকুর নীল শাড়ি- সাজের বায়না শেষ হয় না, সে বড় শৌখিনদারি। ঐ আসছে ময়না টিয়া, গয়না সাথে নিয়েÑ খুকুর গলায় পরিয়ে দেবে, আদর সোহাগ দিয়ে। সাজ দেখতে আসছে হাতি, ছাতা মাথায় দিয়ে- সাজ দেখিয়ে হাতি খুশি, যাবে খুকুর নিয়ে।