মেঘের দেশে দিবে চিঠি

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ০০:০০

তুষার কুমার সাহা
মেঘের কাছে দিবে চিঠি ছোট্ট খোকা আজই, আষাঢ় মাসে মেঘ’রা কেন? হলো এতো পাজি। সকাল-সন্ধ্যা গুড়ুম গুড়ুম ডাকে কেন? রেগে, শব্দ শুনে ছোট্ট খোকা ওঠে রাতে জেগে। বৃষ্টি পড়ে টাপুর-টুপুর টিনের চালে ওই, ঘরের ভিতর ছোট্ট খোকা বসে শুধু রয়। একা একা ছোট্ট খোকা ভাবছে বসে ঘরে, চিঠিখানা মেঘে দেশে দিবে ক্যামনে? ঝড়ে। হঠাৎ করে ছোট্ট খোকা বুদ্ধি পেল যে- ঘুড়ির সাথে চিঠি বেঁধে ছাড়বে আজই সে।