গ্রীষ্মকাল

প্রকাশ | ১৮ মে ২০১৯, ০০:০০

মো. ছিদ্দিকুর রহমান
পলস্নী মায়ের বুকের মাঝে আছে যত গ্রাম, গাছের শাখে রাশি রাশি ঝুলে পাকা আম। ঋতুর সেরা গ্রীষ্ম যখন গাঁও গ্রামে আসে, হরেক রকম পাকা ফলে ঘ্রাণে তখন ভাসে। আকাশেতে কালো মেঘের ধরে যখন সাঁজ, আম কুড়াতে খোকা খুকি যায় যে ফেলে কাজ। গাছের নিচে ভিড় করে যে খোকা খুকি মিলে, অনেক খুশি হয় যে তখন একটা আম পেলে।