নানার বাড়ি

প্রকাশ | ১৮ মে ২০১৯, ০০:০০

সামিমা বেগম
বছর ঘুরে জ্যৈষ্ঠ এলো ফলের কাড়াকাড়ি, দোহাই মাগো দিস নে বাধা যেতে নানার বাড়ি। ঈদের ছুটি তাও পেয়েছি বাধ মানে না প্রাণে, ঘরে কী মা যায় গো থাকা মাতাল করা ঘ্রাণে? ঝড়বাদলে বাগানজুড়ে বসে ফলের মেলা, রোদ্র পেলে ফুল-পাখিরা করে নানান খেলা। জাম পেয়ারা কাঁঠাল লিচু জ্যৈষ্ঠী-মাসি আমে, মনমোহিনী মধুর রসে স্বর্গ নামে ধামে। বকুল ফুলে গাঁথব মালা দেবো খোঁপায় বেঁধে, তাও যদি মা না যাস তবে বুক ভাসাব কেঁদে।