পাখি প্রেম

প্রকাশ | ১৮ মে ২০১৯, ০০:০০

আব্দুল মালেক জাগরণী
সূর্য তখনো উঠি উঠি করে ফুটি ফুটি করে আলো যে নরম আলোই মন ছুঁয়ে যায় শিউলি জবা ডালও যে। ঘুম থেকে উঠে ছুটে যায় রোজ উঠানের পানে সকালে হরেকপাখির কিচিরমিচির মন ভরে যায় তাকালে। দিদির রয়েছে কোঁচভরা চাল আমার হাতে ও বাটিতে পাখিদের মেলা শুরু হয়ে যায় ছড়ালেই চাল মাটিতে! ছোট বড় কত পাখি শতশত আর পাখিদের ছানা দোয়েল কোয়েল ময়না শালিক মেলে দিয়ে তার ডানা।