মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

শেয়াল পন্ডিতের সুনাম

এনাম আনন্দ
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
শেয়াল পন্ডিতের সুনাম

পশুরাজ্যের পাঠশালাতে

পন্ডিত হলো শেয়াল

চশমা চোখে আড়চোখে চায়

কেউ করে না খেয়াল!

সেদিন দেখলাম শেয়াল পন্ডিত

হাতে নিল চক্‌

কালোবোর্ডে আঁকল একটি

দেশি কানি বক।

এ বক্‌ কিন্তু খায় না পুঁটি

খায় না পাবদা-মলা

খিদে পেলে দশ হালি খায়

চিনিচাম্পা কলা।

কানিবকের খাওয়া দেখে

সবার মাথা ঘুরে

পন্ডিত মশাইর সুনাম এখন

পশুরাজ্য জুড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে