দ্রোহ প্রেমের কবি

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

বাসুদেব খাস্তগীর
অত্যাচারীর বুকে ধরায় শব্দ মালায় কাঁপন কবি নজরুল তাই শোষিতের সবচেয়ে বড় আপন। শোষণ নিপীড়নে নজরুল অগ্নি শিখায় জ্বলে রক্ত চক্ষু ভয় ভীতিকে গেছেন পায়ে দলে। বাংলা ভাষা সাহিত্যে আজ তিনি অবিনাশী সৃষ্টিতে তার আজও মেলে স্বপ্ন রাশি রাশি। বিস্ময়কর এই প্রতিভা আজও সবার চোখে দ্রোহ, প্রেমে বারে বারে ফিরেন স্বপ্নালোকে।