বিদ্রোহী কবি

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

বজলুর রশীদ
ভোরের পাখি জাগায় ডাকি ঘুরে, আলোর পথটা দেখায় ভারতজুড়ে। সবাই জাগে ব্রিটিশ ভাগে হেতু, কাব্য ছড়ায় হয়েছে ধূমকেতু। সৃষ্টি বাজে সবার মাঝে ডাকে, তারই শিক্ষা অগ্রভাগে থাকে। 'নজরুল' তিনি তাকে চিনি- আমি, বিদ্রোহী সব কাব্য ছড়ায় দামি।