এমন বাবার

প্রকাশ | ০৮ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ০৮ জুন ২০১৯, ১১:০৯

সুজন সাজু
বাবা তুমি কাজেই থাকো ছেলেমেয়ের স্বপ্ন আঁকো ঘাম ঝরানো কাজে, কষ্ট করেও সুখটা খুঁজো নাও না নিজের মাঝে। জানতে পারি বাবা তুমি সঠিক মতো যাও না ঘুমই দুটো পয়সা কামাতে, এসব পয়সা খরচ করি আমরা জুতো জামাতে। যখন দেখি বাড়ি আসো দিল খুলিয়ে কত্ত হাসো সেই পুরনো কাপড়ে, বুঝতে দাও না কোনো কিছু চাপটা যেন না পড়ে। ছেলেমেয়ের দেখতে খুশি দুঃখটা যাও নীরব পুষি মহান বাবার ব্রত, তাইতো বাবার চরণ তলে বিনম্রে হই নত।