বাবার আদেশ

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

আজাদ হোসেন
বাবা বলে শোন রে আমার ওরে খোকন সোনা, তুই যে আমার চোখের আমার জাদুর কণা। আমি যাচ্ছি তারার দেশে আসবো নাতো ফিরে, থাকবো সেথায় জনম জনম চিরস্থায়ী নীড়ে। বাবা আমায় করলো আদেশ সঠিক মানুষ হতে, অসৎ কাজে করলো নিষেধ থাকতে সরল পথে। বাবার আদেশ আজও আমার মনের মাঝে বাজে, বাবার আদেশ মেনে চলি থাকি সঠিক পথে।