বাবা মানে ছায়া

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

আহমেদ কবির
বৃক্ষ যেমন ছায়া দিয়ে শীতল করে কায়া, বাবা তেমন বৃক্ষের মতো মাথার পরে ছায়া। সবার মুখে অন্ন জোগায় মরে সদা খেটে, নিজের অন্ন দেয় বিলিয়ে জোটে না কো পেটে। সত্য পথে চলতে শিখায় করতে উঁচু শির, বাবা হলো ধরার মাঝে সত্যিকারের বীর।