বাবা

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

দিপংকর দাশ
নীল আকাশের তারা তুমি তুমি চাঁদের আলো, সাত সমুদ্রের মুক্তো তুমি বাসি সদা ভালো। বিশ্বের শ্রেষ্ঠ বন্ধু তুমি তুমি শিক্ষাগুরু, তোমার চরণ তলেই স্বর্গ হাঁটা চলা শুরু। হাজার মুখের চেয়ে সুন্দর তোমার হাসি মুখ, তুমি হাসলেই ধরা হাসে পাই যে ই সুখ। অক্লান্ত পরিশ্রম করে কাটাও দিবা-রাত্রি, শক্ত হাতে সামলাও সবই বাবা অভিযাত্রী।