বাবা

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

হামীম রায়হান
বটের ছায়া দিয়ে বাবা- আগলে রাখেন বুকে, শত দুঃখের মাঝে ফুটান- হাসি ছেলের মুখে। দুঃখগুলো সব বুকে ছাপেন, বাড়ে দুঃখের ভার, সুখের তরে খরচ করে- পকেট করে উজাড়। নতুন জামা কবে কেনা- বাবারতো নাই মনে, সুখ দিয়ে চান রাখতে আর- রাখেন কড়া শাসনে। সবার জন্য কিনে বলেন, 'আমারটা গেছি ভুলে!' শত দুঃখের মাঝে তিনি- সুখগুলো দেন তুলে।