বাবার সাথে দেখা

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

ইমতিয়াজ সুলতান ইমরান
বাবার কথা মনে যখন পড়ে বুকে ভারী পাথরচাপা লাগে। হৃদয় আমার কেমন যেন করে মনের কোণে করুণ ব্যথা জাগে। বাবার শাসন বাবার স্নেহ পেতে বুকটা করে আকুল আঁতিপাঁতি। হৃদয়টা হয় বেদনায় সঁ্যাতসেঁতে বাবার কথা ভাবি দিবস রাতি। বাবা ডাকটি শুনে কারও মুখে পরানটা খায় ভীষণ লুটোপুটি। শোকের ব্যথা বেড়ে ওঠে বুকে বাবার ছবি খুঁজে নয়ন দুটি। বাড়ির কাছে জারুলগাছের তলে মাটির ঘরে বাবা আছেন একা! সেই যে কবে বাবা গেলেন চলে স্বপনে হয় বাবার সাথে দেখা।