বরষার এই রূপ

প্রকাশ | ২২ জুন ২০১৯, ০০:০০

বজলুর রশীদ
মেঘ দেয় বৃষ্টি রিমঝিম সৃষ্টি আকাশের ভেলা মেঘ, মেঘ করে গর্জন টিপটিপ বর্ষণ আষাঢ়ের আছে বেগ। বরষার এই রূপ অপরূপ তাই খুব বৃষ্টিতে ভরপুর, বৃক্ষের পাতা নাচে ছন্দও সুর আছে শোনা যায় সে নূপুর।