নদী হবে প্রিয়

প্রকাশ | ২২ জুন ২০১৯, ০০:০০

বাসুদেব খাস্তগীর
নদী মানে বয়ে চলা শুধু সম্মুখে নদী বয়ে ঠাঁই নেয় সাগরের বুকে। নদী হলো প্রকৃতির অবারিত দান নদী দেয় অনাবিল সুখ অফুরান। নদী খুলে আগামীর পথ চলা দোর নদী আনে আলোকিত স্বপ্নের ভোর। নদী সুখে রাখো যদি সুখ দেবে ধরা নদী দুঃখে রাখলেই যত দুঃখ, জরা। নদী জানো প্রকৃতির হয় নিঃশ্বাস নদী আছে সুখে তাই করি বসবাস। নদী রাখো দূষণের গ্রাস থেকে দূরে নদী হবে প্রিয় তবে অন্তর জুড়ে।