বর্ষা

প্রকাশ | ২২ জুন ২০১৯, ০০:০০

আবু সাইদ
খালবিল ঝিলমিল রোদ নামে জলে ওই, পাল তুলে গাল ফুলে মেঘ ভেসে চলে ওই। টুপটাপ দেয় ঝাঁপ বৃষ্টির ফোঁটা সব, নিজে নিজে ওই ভিজে পাতাদের বোঁটা সব। ঝপঝপ টপটপ সুর তোলে বাঁশবন, শ্যাম চুলে প্রাণ খুলে হাসে দেখ কাশবন।