খোকার স্বপ্ন

প্রকাশ | ২৯ জুন ২০১৯, ০০:০০

অমর বিকাশ চাকমা
ছোট্ট খোকা বুদ্ধি পাকা স্বপ্ন যে তার বেশ, উড়াল ঘোড়ার পিঠে চড়ে যাবে রূপকথারই দেশ। রাক্ষস খোক্ষস মারবে খোকা বীরের মতো করে, ধরবে খোকা জীবন বাজী রাজ্য জয়ের তরে। পাপীর সাজা পাপীর হবে খোকার হবে সিংহাসন, থাকবে রাজা থাকবে প্রজা নিপাত যাবে দুঃশাসন। প্রজার সুখে হাসবে রাজা কাঁদবে প্রজার দুখে, কান্না ভুলে ফুটবে হাসি সব প্রজারই মুখে। করবে খোকা স্বপ্ন পূরণ করেছিল পণ, তাইতো খোকা দিচ্ছে কত পড়া লেখায় মন।