গল্পের আসর

প্রকাশ | ২৯ জুন ২০১৯, ০০:০০

আজাদ হোসেন
আবু কাকা বাবু সেজে নিয়ে হাতে বই, আবির তিথি পলাশ মিঠু কইরে তোরা কই। সন্ধ্যা গেল রাত্রি এলো জমলো গল্পের আসর, আজকে নাকি তারা দেশে চন্দ্র মামার বাসর। আবির বলে আবু কাকা তোমার প্রিয় কি, দূর আকাশে তারার মেলা নাকি আলোর বাতি। তারায় নাকি ঝিকিমিকি আঁধার কেটে আলো, সেটা নাকি আবু কাকার দেখতে লাগে ভালো।