বৃষ্টি পড়ে

প্রকাশ | ২৯ জুন ২০১৯, ০০:০০

মঞ্জুর মোর্শেদ রুমন
রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে ডাকে কোলা ব্যাঙ সুর উঠেছে নদী-নালায় ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ। বৃষ্টির তালে চড়ুই পাখি ভিজে হলো একাকার চুপটি করে ডালে বসে ডানা ঝাপটায় বারে বার। বৃষ্টি এসে ছুঁয়ে দিল গাছ গাছালি যত বাড়ির ধারে পুকুর পাড়ের কলমি ফুলের মত। মুষলধারে বৃষ্টি পড়ে মাঠে গরু ভিজে দুষ্ট ছেলে ফুটবল খেলে লাগে মজা কি যে!