আম আঁটির-ভেঁপু

প্রকাশ | ০৬ জুলাই ২০১৯, ০০:০০

স্বপন শর্মা
সত্যি বলছি নয়তো মিছে গাছের তলে ঘরের পিছে খুঁজি আমের চারা নেই তো মনে সঙ্গী আমার কে কে ছিল তারা! কচি চারার আঁটিগুলো ধুয়ে নিলাম মাটিগুলো একটু শানে ঘষে সবার কাছে কয়টা আছে হিসেব নিলাম কষে। মুখে নিলাম ফুঁ...যে দিলাম উঠল বেজে পঁ্যা-পু কি আনন্দ! বাজল শেষে আম আঁটির এক ভেঁপু। এসব এখন স্মৃতি হয়ে ভাসে আষাঢ় যখন বৃষ্টি হয়ে আসে।