আহ্বান

প্রকাশ | ০৬ জুলাই ২০১৯, ০০:০০

মামুন অপু
মেঘ বলেছে সঙ্গে নেবে 'আয় যাবি আয় খোকা' ফুলের গায়ে পড়বি ঝরে ফুটব থোকা থোকা। ঝরব কেন বৃষ্টি হয়ে! হবো আমি তারা, নিঝুম রাতে দীঘির জলে ফেলব আলোর সাড়া। চাঁদের সাথে খেলব আমি জোছনা হয়ে নামব, রোজ সকালে পাপড়ি বেয়ে শিশির হয়ে ঘামব। মেঘ হবো না রৌদ্র হবো ঋতুর কাছে শিখব, মনের ভেতর মানুষ হবার কাব্যগুলো লিখব।