মেঘের মেয়ে

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ০০:০০

জুবায়ের দুখু
দূর আকাশে বসত করে মেঘের মেয়ে বৃষ্টি নামে গুমগুমা গুম সংগীত গেয়ে। টুপটুপিয়ে আওয়াজ তোলে টিনের চালে চুয়ে চুয়ে জল গড়ে যায় ছোট্ট খালে। তাই দেখে মেতেছে খুকি ইচ্ছে রঙে মেঘের মতো সাজছে সে আজ মেঘলা ঢঙে। সূর্য হাসে দূর আকাশে খুকি নাচে সূর্য লুকায় মেঘের মেয়ে এলে কাছে। তাই যেতে চায় খুকি উড়ে মেঘের দেশে মেঘের মেয়ের সঙ্গে কথা কইবে হেসে। যাও চলে যাও মেঘের মেয়ে আকাশ থেকে রংধনুর অই রং মাখিয়ে এঁকে এঁকে।