বৃষ্টি পড়ে

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ০০:০০

হুমায়ুন আবিদ
আকাশ ঢাকা কালো মেঘে বাতাস বইছে ঝড়ো বেগে ঝরছে অঝোর বৃষ্টি রাস্তা ঘাটে কাদাপানি কি যে অনাসৃষ্টি। পুকুর নদী ভরে জলে ছেলে মেয়ে নাইতে চলে হৈ-হুলেস্নাড় করে মায়ে ডাকে বাবা ডাকে আয়রে খোকা ঘরে। গরু বাছুর হাঁকে মাঠে হাটুরিয়া যায় না হাটে খেলাধুলা বন্ধ বৃষ্টি ভেজা কদম-কেয়া ছড়ায় মিষ্টি গন্ধ। বৃষ্টি পড়ে বন্যা আসে শহর গ্রাম জলে ভাসে বাড়ে সবার কষ্ট ঘরের জিনিস জমির ফসল হয় যে সবার নষ্ট।