খুকুর মন খারাপ

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ০০:০০

সব্যসাচী নজরুল
প্রখর তাপ ও গরম মাঝে বর্ষা এলো আষাঢ়ে ঝুপ ঝুপাঝুপ বৃষ্টি ঝরে ভিজল খুকুর বাসা রে। চাদর বালিশ শীতল পাটি ভিজল নকশিকাঁথা রে গাঁয়ের বধূ, পাখপাখালি ভিজল গাছের পাতা রে। টবের গোলাপ খুকুর টিয়া গাঁদা ফুলের পাতা রে রংপেন্সিল ছড়ার বই আর ভিজল আঁকার খাতা রে। টিনের চালের ফুটো দিয়ে চুপচুপিয়ে পানি পড়ে খুকুর যে আজ মন খারাপ বসে আছে রাগ করে।