মেঘবতী ফুল

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

রাকিব আল হাসান
বাদলা দিনে ফুলের রূপের হয় না কোনো তুল, বৃষ্টি ভেজা ফুলগুলো ওই মন করে আকুল। মন ছুঁয়ে দেয় মিষ্টি কেয়ার অবাক করা সাজ। দূর থেকে তার রূপ লাবণ্যের যায় করা আন্দাজ। কদম গাছে হাসতে থাকে মেঘবতী ফুল, তাই দেখে এই মনটা করে ভীষণ হুলস্থূল।