বেলুন মাছ

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
এরা ডায়োডোনটিডি পরিবারের অন্তর্ভুক্ত। দেহের মধ্যে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে ফেলতে পারে বলেই এদের 'বেলুন মাছ' নামে ডাকা হয়। সর্বাধিক বেলুন মাছ ক্রান্তীয় এবং এর আশপাশের সমুদ্রের পানিতে পাওয়া যায়। সমুদ্রের লোনা পানির পাশাপাশি কিছু প্রজাতি স্বাদু পানিতেও বাস করতে পারে। সামুদ্রিক মাছ হওয়া সত্ত্বেও এদের মধ্যে যারা মিঠা পানিতেও বাস করে, তারা বাংলাদেশে স্থানীয়ভাবে পটকা মাছ, ফোটকা মাছ বা টেপা মাছ হিসেবে পরিচিত। বেলুন মাছ সাধারণত অমেরুদন্ডী প্রাণী ও জলজ উদ্ভিদ খায়। এরা এদের দাঁতগুলোকে একত্র করে মুখকে ঠোঁটের মতো করে শামুক, সামুদ্রিক আর্চিন ও হার্মিট কাঁকড়ার খোলস ফাটিয়ে ফেলতে পারে। শামুক, আর্চিন, কাঁকড়া ইত্যাদি জলজ প্রাণীই এদের খাবার। অন্যদিকে ডলফিন ও হাঙ্গর এবং পেলাজিক অঞ্চলের বিভিন্ন শিকারি মাছ এদের প্রধান শত্রম্ন।