ক্যাঙ্গারু ইঁদুর

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
ক্যাঙ্গারু ইঁদুর নামের প্রাণীটির রয়েছে বীজের প্রতি তীব্র ভালোবাসা। আসলে ক্যাঙ্গারুর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই কিন্তু তার দুই পা, শারীরস্থান এবং ক্যাঙ্গারুর মতো কিছু দৈহিক বৈশিষ্ট্য থাকায় এমন নামকরণ করা হয়েছে। ক্যাঙ্গারু ইঁদুরের দেহে এক ধরনের থলে আছে, এই থলে তাদের পেটে নয় বরং গালের বাইরে রয়েছে এবং এটি সন্তান রাখার জন্য নয় বরং বীজ পরিবহনের জন্য ব্যবহার করে। এরা উত্তর আমেরিকার মরুভূমিতে জীবনযাপন করে। এই পরিবেশে ক্যাঙ্গারু ইঁদুরের জলের খুব প্রয়োজন হয় এবং সে তার খাদ্য (বীজ) থেকে জল সংগ্রহ করে। নিশাচর জীবনধারা তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। শুধু রাতে সক্রিয় হয়ে ওঠে কারণ তাপমাত্রা কম থাকে তখন। মরুভূমির দিনগুলোতে ভূগর্ভস্থ বারোজের মধ্যে ঘুমিয়ে সময় কাটায় তারা।