বক্সার কঁাকড়া

প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
লিবিয়াগণের ১০টি প্রজাতি এই ক্ষুদ্রাকৃতির কঁাকড়াদের মধ্যে অন্তভুর্ক্ত। মাত্র কয়েক সেন্টিমিটারের আকৃতিবিশিষ্ট এই কঁাকড়াগুলো পরিচিত বক্সিং কঁাকড়া, বক্সার কঁাকড়া এবং পম-পম কঁাকড়া হিসেবে। এরা মূলত সামুদ্রিক অ্যানিমোনদের সঙ্গে মিথোজীবী হিসেবে বাস করে। এরা নিজেদের দঁাড়ায় অ্যানিমোনগুলোকে রেখে বিপদ থেকে রক্ষা করে, অন্যদিকে অ্যানিমোনগুলোর বিনিময়ে খাবার সংগ্রহ করে।