বাবা-মা'র পরশেই

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বজলুর রশীদ খোকা করে লেখাপড়া মা'য়ে তার নেয় খোঁজ, খোকা তাই খুশি মনে ইশকুলে যায় রোজ। বিকেলে খেলাধুলায় বাবা তার নেয় খোঁজ, সাঁঝবেলা ছোট খোকা দুধ ভাতে করে ভোঁজ। সাঁঝবেলা বই পড়ে মা'য়ে তার পাশে রয়, বাবা-মা'র পরশেই খোকা করে ঘুম জয়। আজানের ধ্বনি শোনে মা'য়ে বলে, হলো ভোর, ঘুম থেকে উঠে খোকা মনে রয় খুব জোর।