ঈদের নাচন

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আবু সাইদ বাঁকা চাঁদে চক্ষ ম্যালে ধরার দিকে, ঈদ আনন্দে খোকাখুকি করছে কী কে? নাক উঁচিয়ে বলছে চাঁদে কান্ড একি! ঈদ খুশিতে তা ধিন নাচে সবাই দেখি! খোকা নাচে তাক-দুমা-দুম খুকি ধিনাক ধা, নতুন চাঁদের হাসি দেখে নাচে শহর গাঁ। খুশির বাতাস নেচে বেড়ায় ইতি-উতি, সবার সাথে নাচে চাঁদের আলোর দু্যতি।