এই বৃষ্টিতে

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

মামুন অপু
ভিজবো আমি বৃষ্টি মেখে ডাকছে দূরের দেয়া, রংধনুর ঐ সাত রঙেই আঁকবো আলোর খেয়া। কদম ডালের ফুলগুলি খুব নুইবে যখন জলে, আমি তখন খেলবো হেসে বন্য ফুলের দলে। বিজলি যখন চমকে ওঠে মেঘের গোলাগুলি, আমি তখন ফুলবাগানে জুঁই-চামেলি তুলি। গাঁথি আমি ফুলের মালা গাঁথি আমার সুখ, বৃষ্টি এলে ভিজতে আমার বুক করে ধুকপুক। মেঘের সিঁড়ি বেয়ে আমি চাঁদের দেশে যাবো, সেথায় থাকে আলোর বুড়ি তাকে আমি পাবো। গল্প হবে বুড়ির সাথে বলবো আমি রাগে, বুড়ি তুমি বড্ড খারাপ কোথায় ছিলে আগে! চাঁদের বুড়ি আনবো সাথে ভিজবো সবাই মিলে, পদ্ম-কুঁড়ি ফুটবে যখন চলনবিল আর ঝিলে। শ্রাবণ দিনের বৃষ্টি হবে টিনের চালে টাপুরটুপুর, দিনের আলো ঘোমটা দেবে ঝরবে ধারা সকাল দুপুর।