খোকন সোনা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

ইয়াসিন আরাফাত
সূর্য ঢলে গগন তলে সন্ধ্যা এলো গ্রামে, পাক-পাখালি যাচ্ছে উড়ে \হফিরতে হবে ধামে। নীল আকাশে চন্দ্র হাসে ঝিঁঝি পোকা ডাকে, আয়রে মায়ের খোকন সোনা রাখব তারার ফাঁকে। কপাল মাঝে তিলক দিব চাঁদের আলো এনে, চোখের কোণে স্বপ্ন দিব ঘুম পাড়ানির গানে। স্বপ্নপুরীর রাজা হবি ফিরবি রানী নিয়ে ভোরের আলো দেখার আগেই দিব তোদের বিয়ে।