জল টুপটুপ ছন্দে

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

আনোয়ারুল হক নুরী
জল টুপ টুপ ছন্দে/ কদম কেয়ার গন্ধে। বর্ষা মেয়ের নূপুরে /উদাস দৃষ্টি দুপুরে। মন-ময়ূরী নাচেরে / কে যেন আজ যাচেরে-, বৃষ্টি খেলায় নামতে /স্মৃতির পাতায় থামতে। আকাশটা আজ মেঘলা /আমি এখন একলা। মনটা যে আজ নাচছে /বৃষ্টি মেয়ে সাজছে।