অর্কিডের প্রজাতি

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
২৫০০০ হাজারের ও বেশি প্রজাতি নিয়ে অর্কিড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সপুষ্পক উদ্ভিদের একটি গোত্র। অর্কিড বা অর্কিড পরিবার (ঙৎপযরফধপবধব ভধসরষু) হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। এরা রঙিন, সুগন্ধি আর বহুলবিস্তৃত হয়। অ্যাস্টারাসি পরিবারসহ, দুটি বৃহৎ পরিবারে বর্তমানে ৮৮০টি গণে ২১,৯৫০ থেকে ২৬,০৪৯টি গৃহীত প্রজাতি আছে। সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়। মজার ব্যাপার এই উদ্ভিদগুলোর প্রতিটি ফুল, একটি অন্যটির চেয়ে ভিন্ন, স্বকীয়তা বজায় রাখে এবং সাধারণ উদ্ভিদের ফুলের তুলনায় কাটা অবস্থাতেই দীর্ঘদিন সতেজ থাকতে পারে। ধরুন গোলাপ এবং ডেন্ড্রোবিয়াম ওয়ান-থ্রি-ফাইবের দুটো ফুল আপনি গাছ থেকে ছিঁড়ে নিলেন। কোন ধরনের উপদেয় বা পানি ছাড়া একটি গোলাপ ফুল বড়জোর দুদিন সতেজ থাকবে কিন্তু একটি ডেন্ড্রোবিয়াম ওয়ান-থ্রি-ফাইব কম করে হলেও দশদিন সতেজ থাকতে পারে। আরও মজার বিষয় অর্কিডের জন্য প্রয়োজন হয় না কোন ধরনের মাটি, জৈব সার, কিংবা এমন উপাদান যা স্বাভাবিক উদ্ভিদের জন্য প্রয়োজন হয়। অর্কিড মূলত এক ধরনের পরগাছা, যা স্বাভাবিকভাবে কোনো মরা-পচা গাছের টুকরো কিংবা অতি বয়স্ক কোনো বৃহৎ আকৃতির গাছে জন্মায়। জীবনধারণ বলতে এই প্রজাতি কেবল বাতাস থেকে অক্সিজেন, বৃষ্টির পানি এবং আশ্রয়কৃত গাছ থেকে রস গ্রহণ করে বেঁচে থাকে। পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলেই এদের অবস্থান রয়েছে শুধু মেরু অঞ্চল ছাড়া। অঞ্চল ভেদে এদের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়।