শরতের ভাবনা

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

হুমায়ুন আবিদ
বৃষ্টি রোদের নতুন সাজে শারদীয়া ঢোলের বাজে নাচে যখন প্রাণ চেয়ে দেখি শরৎ রানীর নতুন সুখের গান। শিউলি, বকুল ফুলের গন্ধে পাখপাখালির সুরের ছন্দে উদাস যখন মন চেয়ে দেখি শরৎ রানীর মিষ্টি মধুর ক্ষণ। ফসল ভরা মাঠের রূপে ছেলে মেয়ে ছোটে চুপে হারায় যখন পথ চেয়ে দেখি শরৎ রানীর সুখে মাখা রথ। নদীর তীরে কাশের মেলা রুদ্র মেঘের দেখে খেলা ওড়ে যখন বক চেয়ে দেখি শরৎ রানীর মায়াবী ঝলক।