আমার দেশের মাটি

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মো. জাহাঙ্গীর আলম সবুজ শ্যামল স্বপ্নে ঘেরা জন্ম থেকে চেনা, আমার দেশের স্বচ্ছ মাটি তাজা রক্তে কেনা। ফুল ফসলে ভরা আমার মাতৃভূমি খানি, পাখপাখালির কলতানে মহা সত্য বাণী। এত সুন্দর মাটি পেয়ে মনটা সবার ভালো, এই মাটিতে ফসল বুনে বিশ্বে ছড়ায় আলো। মাটির টানে আপন প্রাণে দেশের ছবি আঁকে, সোনার বুকে সোনা থাকে ছড়ায় বাঁকে বাঁকে। ফুল ফসলে ভরা মাটি কৃষক মুখে হাসি, আমার প্রিয় জন্মভূমি অনেক ভালোবাসি।