সাগর তলের বিচিত্রতা

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
য় হাট্টি মা টিম টিম ডেস্ক সাগর-মহাসাগরের তলায় রয়েছে এক আশ্চর্য রহস্যময় জগৎ। এখানে বাস করে বিচিত্র সব প্রাণী। আর তাদেরই অন্যতম কোরাল বা প্রবাল। কোরাল অমেরুদন্ডী। বর্ণিল এই প্রাণীগুলো শুধু সারাটা জীবন নয়, মরণের পরও সংঘবদ্ধ হিসেবে বাস করে। মৃত কোরালের দেহ স্তূপাকারে জমা হয়ে নানা আকৃতির কাঠামো তৈরি করে। একে বলা হয় কোরাল রিফ বা প্রবাল দ্বীপ। কোরাল রিফ গঠন নির্ভর করে সাগরতলের পরিবেশের ওপর। তাপমাত্রা ও ক্ষুদ্র ক্ষুদ্র জীবের উপস্থিতিই জানান দেয় সেখানে কোরাল তৈরি হবে কিনা। কোরাল কার্বোনেট অব লাইম দিয়ে তৈরি। এ ছাড়া অন্যান্য প্রাণীর অংশ, এমনকি শৈবালও দেখা যায় কোরালে। কোরাল রিফ মৃত কোরালের একটি আকৃতি। এটি সাধারণত গঠিত হয় ট্রপিক্যাল সাগরে। ২২ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ২৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোরাল রিফ গঠনে সবচেয়ে সহায়ক। ১১ মিটার থেকে ৪০ মিটার গভীর সমুদ্রে কোরাল রিফের পরিমাণ সবচেয়ে বেশি। সাগরের পানিতে এমন তাপমাত্রা থাকলে প্রচুর ফাইটোপস্ন্যাঙ্কটন জন্মায়। ফাইটোপস্ন্যাঙ্কটন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ। ফাইটোপস্ন্যাঙ্কটন খেয়ে জুপস্ন্যাঙ্কটন নামের এক ধরনের অতি ক্ষুদ্র প্রাণী বেঁচে থাকে। কোরালের প্রধান খাদ্যই হচ্ছে জুপস্ন্যাঙ্কটন। কোরাল লাইম অব কার্বোনেট দিয়ে তৈরি হলেও রিফে কিন্তু ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়ামের মতো ধাতুও থাকে।