প্রোবোসিস বানর এশিয়ার অন্যতম বড় বানর

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
য় হাট্টি মা টিম টিম ডেস্ক প্রোবোসিস বানর এশিয়ার অন্যতম বড় বানর। পুরুষ বানররা দৈর্ঘ্যে ৬৬ থেকে ৭৬.২ সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের ওজন হয় ১৬ থেকে ২২.৫ কেজি পর্যন্ত। তবে কিছু কিছু অতিকায় বানরের ওজন এমনকি ৩০ কেজি পর্যন্ত হয়। মেয়ে বানররা দৈর্ঘ্যে ৫৩.৩ থেকে ৬২ সেন্টিমিটার পর্যন্ত হয়। এদের ওজন হয় ৭ থেকে ১২ কেজি পর্যন্ত। সর্বোচ্চ ১৫ কেজি পর্যন্ত হতে দেখা যায় এদের। পুরুষ বানরের নাক লম্বায় ১০.২ সেন্টিমিটারেরও বেশি হতে পারে। সে ক্ষেত্রে মুখের নিচে হাস্যকরভাবে ঝুলে থাকে তা। এদের পিঠের লোম উজ্জ্বল কমলা, লালচে বাদামি, হলদে বাদামি কিংবা ইটের মতো লাল হতে পারে। মুখের রং হয় কমলা-গোলাপি। প্রোবোসিস বানররা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। প্রতি দলে একজন বয়স্ক পুরুষ, কিছু বয়স্ক মহিলা এবং তাদের বাচ্চারা থাকে। কিছু পুরুষ বানর আবার একা একা থাকতে পছন্দ করে। রাতে ঘুমানোর সময় আবার কয়েকটি দল মিলে একই জায়গায় ঘুমায়। দিনের বেলা দলের সবাই একত্রিত হয়ে একসঙ্গে ভ্রমণ করে। এ প্রজাতির বানররা সাধারণত বেশি আক্রমণাত্মক হয় না, তবে মাঝেমধ্যে একটু-আধটু হয়ে থাকে। ধর ওরা কাউকে গায়ে পড়ে মারতে যায় না, তবে কেউ ওদের মারতে এলে ছেড়ে কথাও কয় না। দলের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালোই থাকে মোটামুটি সবসময়। কিছু কিছু দল আবার কেবল পুরুষ বানরদের নিয়েই তৈরি হয়।