নজরুল ফুটন্ত ফুল

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৯, ০০:০০

আজাদ হোসেন
নজরুল মানে ছন্দ পাতায় ফুটন্ত এক ফুল, গীতি কথায় ছন্দ পাতা লিখতে হয়না ভুল, নজরুল মানে ছন্দের তালে মন রাঙিয়ে আশা, মিষ্টি মধুর কথা যে তার মিষ্টি মুখের ভাষা। নজরুল মানে প্রভাত বেলা পাখির গাওয়া গান, মুগ্ধ যে তার গান কবিতায় ভরে ওঠে প্রাণ। নজরুল মানে কাশের বনে সাদা তুলোর শাড়ি, মেঘের ভেলায় ভেসে চলা ধূসর মেঘের বাড়ি। নজরুল মানে লিচু চোরে মজা পেয়ে হাসি, তাই তো তুমি সবার প্রিয় তোমায় ভালো বাসি।