শরৎ মানে

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৯, ০০:০০

সামিমা বেগম
শরৎ মানে ঋতুর রানি ভাদ্র-আশ্বিন মাস, নদীরতীরে- বিলের ধারে ফোটে সাদা কাশ। সকাল-সাঁঝে ঘাসের ডগায় শিশির বিন্দু হাসে, আকাশেতে চাঁদের ঝিলিক ধরার বুকে আসে। শরৎ মানে মেঘের সাথে রোদের লুকোচুরি, হালকা হাওয়ায় কৃষ্ণ মেঘে ঝরে ইলশেগুঁড়ি। শরৎ মানে শিউলি বকুল ফুল কুড়ানোর ধুম, কচি কচি ধানের গাছে বাতাসে দেয় চুম। গ্রীষ্ম-বর্ষা দুইটি ঋতু নিয়ম মেনে ভাগে, শুভ্র মেঘের ভেলায় ভেসে শরৎ রানি জাগে।