শরতের দেশ

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৯, ০০:০০

শরিফ আহমাদ
শরৎ এসে জাগায় শহর-পাড়া বৃষ্টি-রোদের লাগায় যেন তাড়া সকাল সাঁঝে রূপের ভাঁজে প্রকৃতির বুকজুড়ে পড়ে সাড়া ? আকাশ ঘেরা সাদা সাদা মেঘে চাঁদ তারারা রাত্রে থাকে জেগে গাছের ডালে ক্ষেতের আলে হাওয়া ছোটে সামনে মৃদু বেগে ? শিউলি বকুল হাসনাহেনার ঘ্রাণে পাখ-পাখালি স্বস্তি খোঁজে প্রাণে নদীর তীরে কাশবন ঘিরে সুখ স্পর্শ যায় পাওয়া সবখানে ?