সকাল

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাসুদেব খাস্তগীর ঘুম ভেঙ্গে যায় পাখির ডাকে নিত্য সকাল বেলা পুব আকাশে ঝিলিমিলি সোনা রোদের খেলা। শনশনশন বায়ু বহে বাঁশঝাড় কাশবনে কর্মমুখর দিন ডেকে যায় মধুর আবাহনে। মৃদু মৃদু হাওয়ায় দোলে দুলছে ডালে পাখি তন্দ্রা চোখে স্বপ্ন এসে করে মাখামাখি। নতুন দিনের নতুন আশা স্বপ্ন দেখায় দোরে কেউবা কাজে কেউবা পড়ায় ব্যস্ত হন রোজ ভোরে।