শিউলি ফুলের চাদর

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অপু চৌধুরী গুচ্ছ গুচ্ছ মেঘের পুঞ্জ আঁকা সারা আকাশ আসমানী রং ঢাকা বন বনানীর স্নিগ্ধ সতেজ হাসি তপ্ত রোদে ক্লিষ্ট আমন চাষি। নদীর ধারে মাঠের সবুজ কোলে চপল হাওয়ায় কাশফুলেরা দোলে জল টুবটুব পদ্ম পুকুর পাড়ে ডাহুক পাখি হাঁটে সারে সারে। সন্ধ্যাকাশে শিশির ধোঁয়া ধোঁয়া সূর্যাস্তে সোনা রোদের ছোঁয়া ঝরে পড়া শিউলি ফুলের চাদর প্রাণ ছুঁয়ে দেয় নরম ঘাসের আদর। বৃষ্টি মেঘের নেই কোনো আর ভয় শরৎ আগম দূর করে সংশয় শরৎ মানে মিষ্টি শীতের পরশ ধানের ডগায় শিশির কণার হরষ।