শরৎকাল

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বশির ফয়ছল কাশফুলেরা দোল খেয়ে যায় শাপলা শালুক ফুল বেয়ে যায় যায় চলে যায় মনের সুখে দূরে রাত আঁধারে জোৎস্না মেখে রং বাহারে স্বপ্ন এঁকে বাগান জুড়ে ফুল ফুটেছে ভোরে। গান পাখিদের গানের সুরে মন চলে যায় দূরে দূরে হাতছানিতে অতীত ডাকে আয় নীল আকাশের বাদলা তিথি বৃষ্টি মেঘের গাদলা প্রীতি স্মৃতি হয়ে নামছে বারান্দায়। নিয়ম এমন কী শিখালে ধূসর বেলার শেষ বিকালে তুলছে মাঝি ডিঙি নায়ের পাল কুটুম পাখি হাঁসের ছানা কত্ত কিছুর আনাগোনা প্রকৃতিতে এখন শরৎকাল।