হাসছে শরৎ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কবির মাহমুদ বর্ষা গেল শরৎ এলো ষড়ঋতুর দেশে, এলো ফিরে শুভ্র ভেলায় রৌদ্র ছায়া বেশে। হাসছে রানী নীল আকাশে শুভ্র মেঘের ভেলায়, উঠছে মেতে বকের সারি নিত্য নতুন খেলায়। পাপড়ি মেলে শাপলা শালুক হাসছে শরৎকালে, দোয়েল কোয়েল ময়না শ্যামা ডাকছে ডালে ডালে। দুলছে শরৎ নদীর কূলে হাসছে সাদা কাশে, তালের পিঠা ভারী মজা ভাদ্র আশ্বিন মাসে। শিউলি বেলি হাসনাহেনা গন্ধ ছড়ায় বেশ, শিশির ভেজা হাসছে শরৎ সবুজ বাংলাদেশ।